মাটির রসে উঠছে ফুটে
ব্যাঙের ছাতা প্রকৃতিরই কোলে ,
ছাতা তো নয় , দেখতে তেমন
তাদের দেখে কেউ কখনাে না ভুলে ।
সাময়িক পত্রিকা সব গজায়
মাঝে মাঝে তাদের মত,
দুদিনেতে বিলীল সে যে -
দেখতে না পাই ততো ।
শিক্ষাদীক্ষা উঠলাে ডকে
সরকারী শিক্ষা নিকেতনে
গজাল যে নার্সারি স্কুল সব
নিম্ন বুনিয়াদি শিক্ষা প্রবর্তনে ।
ভাগা ভাগা কাড়াকাড়ির
অন্ত নেই যে আর ,
দুদিন পরে উধাও কতক
নেই কোনো শিক্ষার প্রসার
পান্থশালায় পথিক যেমন
আসে ক্ষণিক তরে,
তেমন বন্ধ পাঠশালা সব
দিনেক দুয়ের পরে।
শিক্ষা হল পণ্য এখন
ব্যবসার সুলভ খাতিরে
হিসেব বুঝে বন্ধ সে সব
মিলায় ক্ষণিক পরে ।
স্বাস্থ্য - শিক্ষা সবকিছুতে
চলছে খবরদারি ,
সরকারি স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশা যে
বাড়াচ্ছে নার্সিংহােমের জারিজুরি ।
সুচিকিৎসা বদলে যে
বাড়াচ্ছে বিভ্রাট ,
মানুষকে সব পণ্য করে
রমরমিয়ে ব্যবসা সব সম্রাট ।
বড় বড় ডিগ্রিধারীর আজ
অভাব নাই কো দেশে ,
তকমাধারী এনে ব্যবসা চলছে
কাটাছেঁড়া করে প্রাণ যাচ্ছে শেষে।
"সেবা সদন " নামটি কেবল
সেবা নাইকো মােটে ,
রােগ - ব্যাধিতে ভুগছে সবার
কপালে এমন কসাই জোটে ।
চিকিৎসারই বিভ্রাটেতে
মরছে মানুষ কত ,
কপালেরই লিখন বলে
লক্ষ লক্ষ গুনেও মানুষ মরছে যত ।
মানুষ মারার কলকরেছে
সেবা সদনের এই যে পরমব্রত ,
চলছে খেলা , ভুগছে সবাই
প্রতিবাদী কেউ কোথাও নেই , কেবল বিরত ।
খােদার উপর খােদকারী
আর চলছে নাকো শেষে,
অবিচারের মাথায় বাড়ি ।
একদিন পড়বে অবশেষে।
Comments & Reviews (0)
No comments yet :(