প্রতি পলে গাঁথা দিন
চলেছে জীবনের পূঁজি থেকে
ওরা রয় উদাসীন
থাকে স্মৃতির গন্ধ মেখে
চোখে ভাসে কিছু ছবি
যেন সদ্য বুঝি হোলো
আজো অম্লান সেই রবি
যদিও পড়েছে অনেক ধূলো
ইতিহাস নিঠুর, নির্মম
শৌর্য বীর্য সব সমাহিত
মৃত্যুর কোলে সব অনুপম
হতেই হবে সেই তীর্থে উপনীত
এতো দ্বন্দ এতো দ্বেষ
কোথায় অতলে তলায়
'ভালোবাসা' হবে না শেষ
পৃথিবী নীরবে বিলায়।।
Comments & Reviews (0)
No comments yet :(