'রিপুর অড়নে ভুলি কী ফল
লভিনু হায় -তাই ভাবি মনে ,
কাম, ক্রোধ, লোভ যেন
দংশে নিরবধি --
মদ , মত্ত করঙ্গ যেন ছুটে
দিবানিশি -বিষয় বাসনা
মােহে ছুটি অদ্যাবধি -- মোহ
যেন গ্রাসে মোরে‐ সারাটি
জীবন।।
বিষয় বাসনা ত্যজি যায়
কোথা মন-জীবন তরঙ্গ যেন
ধায় পিছু পিছু ,
কালস্রোতে ভাসমান মানবজীবন -
ঠাঁই নাই - কোথা যেন যায়
অনুক্ষণ - ভাবে না সময়ে সে কিছু ,
দিন দিন আয়ুহীন-
হীন বল দিন দিন -সম্ভোগ
বাসনা যেন ধায় নিরন্তর -
যদি দৃষ্টি হীন – গতি হীন হয়
এ জীবন ।
প্রমত্ত মন যেন ছুটে
নিরবধি , হেথা নয় - হােথা নয়
অন্য কোথা অন্য কোন খানে ।
শান্তি নাই , দিশাহীন এপথের ।
অবিরাম করে অন্বেষণ ,
যেন মধু মক্ষিকার দল , চক্র
রচে নিরবধি -ছুটে চলে
দিক্ দিগন্তরে,
তবু মিটে না পিপাসা তার
ক্ষণিক বিলম্বে -এ দুরন্ত
পিপাসা গ্রাসে যদি
মন -ক্ষণিক বিশ্রামে তার
নাহি প্রয়োজন ।
শুধু সম্ভোগ বাসনা গ্রাসে
দুরন্ত মানবে - তৃতীয় রিপুর
লীলা যেন বুঝ দায়,
পরিতৃপ্ত হয় না সে
কভু--পিপাসায় – অনিদ্রায়
সঁপে সে ' জীবন ' ।
জীবন সায়াহ্নে আসি -
কাঁদে নিরবধি –
হে মাধব রক্ষা কর –
শমন আসিছে ধীরে-
কালের নিয়মে ।
কে দিবে আশ্রয় মােরে -
এ ভবসাগরে -
পার কর দীননাথ – বড়
দীন আমি-পারের কড়ি
নাহিকো মাের ভাবি জীবনে
দংশিল যতেক রিপু
অনিবার মোরে ,
তারে যে রুধিতে নারী
যৌবন তরঙ্গে -
ওরে প্রমত্ত মত , ধাইলি
যে মোহে- না বুঝিলি,
না শুনিলি- এবে যে
পরাণ কাঁদে।
সংসার পঙ্কে নিমজ্জিত -
মত্ত -মাতঙ্গ সম পড়িলি
বিপাকে -
উর্ণ নাভ সম জড়াইলি
রচিত আপন ফাঁদে ।
মদ মত্ত হস্তিনীলুটাতে
পংকজ বনে - আপন
বিষাদে - ত্রাহি নাহি ,
ত্রাহি নাহি – রে অবােধ
নর।।
সময় থাকিতে সাধু
যত সাবধান - সময়ে
জ্ঞানীর কথা কর অবধান ,
মুক্তি পাবে - শান্তি পাবে
এ ভবসাগরে ।
নহিলে মুক্তি আসে
দস্যু রত্নাকর সম- লুটাইবে
বিষ্নুর চরন তলে -
কপট আচার তোর,
রে মানব,যাবে রসাতলে।
Comments & Reviews (0)
No comments yet :(