হৃদয় যাহার বিদীর্ণ হইলো
সেই বোঝে তার ব্যাথা
অপর কেহ বুঝবে না যে
কি তার মনের কথা।
দেহ পিঞ্জরে বন্দী পাখি
ঝাপ্টাই তাহার ডানা
বাইরে থেকে কিছুই
তাহার যায় না যে জানা।
যেদিন পাখি উডিয়া যাইবে
জীর্ন খাচা ফেলি
সে দিন কিছুর নাইকো
হিসাব বন্ধ হবে বুলি।
নিজের ব্যাথা নিজের হৃদয়ে
জমিয়ে রেখেই গেলি
এত দুঃখ কেনরে তুই
পরের তরে পেলি।
হিসাব নিকাস সব কিছু তোর
পুড়ে হবে ছাই
কামনা বাসনা ভুলেরে তুই
চল আলোর দেশে যাই।
Comments & Reviews (0)
No comments yet :(