Poem

না-পাওয়া

3 years ago

0

না-পাওয়ার মধ্যেও একটা অচেনা আনন্দ থাকে

যা ,সব পাওয়াতে থাকে না —

না-পাওয়া স্বপ্ন দেখতে শেখায় , 

আশা নিয়ে বাঁচতে শেখায় , 

জীবন সংগ্রাম বুঝতে শেখায় । 


অনেক না-পাওয়ার পরে একটু পাওয়া —

মনে লাগে সুখের হাওয়া ,

যেন, পরশ পাথর খুঁজে পাওয়া,

মেটায় সকল চাওয়া-পাওয়া ।


প্রাপ্তি ,অপ্রাপ্তির মেলবন্ধন 

থামায় মনের ক্রন্দন , 

অজানা খুশির গন্ধে 

মন নেচে ওঠে ছন্দে ।


পেতে পেতে , মনের অজান্তে 

দুঃখের শিকড় যায় ছড়িয়ে , 

সুখ কী তা যায় গুলিয়ে , 

আনন্দও তাই যায় হারিয়ে । 

পরিশ্রম কী তা মন ভুলে যায় , 

ভোগ-বিলাসে ,সর্বনাশে ,

সুখ যে ভাই যায় পালিয়ে । 


... অমৃতা দত্ত 

কবিতাটি ‘আমার কবিতা’ বই এ প্রকাশিত


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(