Poem

নব্য বঙ্গদেশ

3 years ago

0

কোন দেশেতে তৃণ - পুষ্প-- লতা
সকল দেশের সেরা এ দেশ।
হেথায় যেন চলতে গেলে
ভুগতে হয় অশেষ।
বলিহারী কথার ফুলঝুরি
কাজের কথার নাইকো লেশ,
তবু গর্ব বঙ্গভূমি
এ জন্মভূমি,আমার দেশ

এই বঙ্গের সন্তান মোরা
মোদের গর্ব কত,
দেখছি মোরা,ভুগছি মোরা
দিনে দিনে মোদের যাতনা - যত।
গৌরবের এই বঙ্গভূমি
রঙ্গ দেখি কত,
তোলাবাজি, মাফিয়াদের ওই
কীর্তি চলছে নিত্য,
সত্যি কথা নেই কো মোটেই
কথায় কথায় শুধু কত তত্ব।

গৌরবের কথায় বেড়ে ওঠে
বঙ্গবাসীর উদার বুক,
উদর জ্বালায় মরছে তবু
মোদের বঙ্গে কত সুখ।
দেশ বিদেশে দিচ্ছে পাড়ি
বঙ্গে সব কৃতি সন্তান,
ক্ষুধার জ্বালায় কর্মশালা
নাইকো যেন তাদের মান।

কন্যাশ্রী আর যুবশ্রীতে
ভরা মোদের দেশ,
বিশ্ব দরবারে বাড়ায় গর্ব
নাইকো হিংসা,নাইকো দ্বেষ।
বেকারত্বের জ্বালায় মরছে দেশে
যত বঙ্গের সন্তান,
ঘুরে ঘুরে মরছে সবাই
করছে কাজের সন্ধান।

পোষাক সাদা,বুদ্ধি জাদা,
এ বঙ্গের কর্ণধার,
সান্ত্বনাতে, আশ্বাসেতে,বাক্য
বচনে সদাই ক্ষুরধার।
কী যে হবে, কোথায় যাবে
এ নব্য বঙ্গের হাল,
কথায় শুধু ফুশ ঝুরি আর
জীর্ণ আজ শুধু বেহাল ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(