ঝির ঝিরিয়ে এলো বৃষ্টি
হুর হুরিয়ে ঝড়,
বিদ্যুৎ চমকাই মেঘে
এলো বর্ষাকাল।
পূর্ণহলো নদীনালা
পূর্ণখাল বিল,
পূর্ণ হলো খানা-খন্দ
ভর্তি হলো ঝিল।
ব্যাঙের গ্যাঙ গুঙানি
বড়ই লাগে মধুর,
ঝির ঝির ঝিনানি
শোনা যায় সুদুর।
আষাড়ের এল রথ
বাজায়ে কাশর,
পূর্ণহয়ে ধরিত্রী
করিছে আদর।
Comments & Reviews (0)
No comments yet :(