Poem

চারাগাছ

3 years ago

0

সবুজ ঘাসের ফাঁকে ফাঁকে
দুলায় মাথা চুল ,
ঘুরছে কত দলে দলে ঘাস ফড়িং
আনন্দে আকুল ।
দোলায় মাথা তালে তালে
দুটি পাতা একটি কুঁড়ি
নিখিল বন নন্দনে ঐ একটি আশা
আগামী উঠবে মাথা নাড়ি ।

সূর্যিমামা দেয় যে আলাে
গভীর বনানীতে,
ফাঁকে একটু আলাের আশায়
থাকে তারা শুধু আনন্দেতে।
নিঠুর দেয় না কেন তাদের
মাথা তােলার শক্তি ,
সেই আশাতেই উঠবে বেড়ে
তবেই পাবে মুক্তি ।

বিশ্বপিতার গােপন আঁতাত
সেই রবিরই সাথে ,
কোন কিছু নেই কি কভু
আর কাহারও হাতে।
চারাগাছটি উঠলে বেড়ে
হবে যে বনস্পতি
সন্দেহ নেই জানবে তুমি
ওগাে নিচুর বিশ্বপতি |

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(