Poem

প্রকৃতির শিক্ষা

2 years ago

0

ওই যে দেখ রাতের আকাশে 

একগুচ্ছ তারা ,

অন্ধকারে পথ হারালে 

ওরাই তো দেয় সাড়া।


ওই যে দেখ বাগানেতে 

এক থোকা সাদা ফুল ,

রঙের বাহার নাইবা থাকুক 

সুগন্ধে ভরপুর।


ওই যে দেখ বরফে ঢাকা 

উঁচু পাহাড়ের চূড়া ,

নীচে যতই আঘাত আসুক 

অজেয় রয়েছে চূড়া।


পাহাড়ের মতো উন্নত শিরে 

সৎ পথে তুমি চলো ।

তারার মতো পথিককে তুমি 

দেখাও সঠিক আলো।


সাদা ফুলের মতো নীরব থেকে

কর্ম করে যাও ,

ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব তুমি ,

ভয় কারে তুমি পাও ? 


...অমৃতা দত্ত 

কবিতাটি আমার কবিতা বই এ প্রকাশিত


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(