পৃথার সাথে পার্থের আলাপ ,
কেমন করে হল ?
গল্পটা আমি বলেই ফেলি ,
শুনতে লাগবে ভালো ।
প্রাচীরখানা পৃথা , মনের চারিপাশে
বেশ শক্ত করেই দিয়েছিল ;
কাউকে প্রবেশ করতে দেবে না —
এটাই ঠিক করেছিল ।
হটাৎ করে , অপরিচিত গলা
— ' এই ব্যান্ডেলে যাও রোজ ? ‘
... কে জানে কে , কিইবা উদ্দেশ্য ,
আমার সাথে কথা ! ...
বেশি কাছে আসতে দেব না ...
—পৃথার মনের কথা ।
যাতায়াতে পৃথা , প্রায় প্রতিদিনই
পার্থের দেখা পেত ;
ওর প্রশ্নগুলো ওপরে ওপরে
দুরত্ব বজায় রাখত ।
পৃথার সম্পর্কে জানার পরে
পার্থ , রোজ ট্রেনে পৃথার পাশেই বসত ,
আর , পৃথার শান্ত চোখের নীরবতা
পার্থকে খুব ভাবাত ।
পৃথা কি ,কিছু বলতে চেয়েও
বলতে পার্থকে পারেনি ;
হয়তো বা ,এটা তার মনের ভুল
বুঝতে পার্থ পারেনি ।
পার্থ-সম্পর্কে পৃথা , বিশেষ জানতে কিছুই চায়নি ,
এখনও পার্থ স্বপ্ন দেখে —
কোনো দুশ্চিন্তা ওকে ছোঁয়নি ।
ধীরে ধীরে ,বন্ধুত্বের গভীরতা বাড়ল ,
তাই ,পার্থের দেখা না পেলে
পৃথার মনটা খুঁতখুঁত করত ।
কিছু সম্পর্ক নামহীন —
মনে হয় ,এটা সেটাই ;
এর গভীরতা ঠিক মাপা যায় না
বন্ধুত্ব ওদের এতটাই ।
প্রাচীরটা কবে ভেঙে গেছে
বুঝতে পৃথা পারেনি ।
এখন পার্থ , পৃথার প্রকৃত বন্ধু
পৃথা , হারাতে ওকে চায়নি ।
... অমৃতা
Comments & Reviews (0)
No comments yet :(