Poem

আমার দুপুরবেলা

3 years ago

0

স্মৃতির গলিতে আটকে আছি

এগোতে মোটেই পারছি না 

এলোমেলো সব চিন্তাগুলো

কিছুতে মুছতে পারছি না ।


দুপুরবেলায় হিমেল হাওয়ায় 

খাতা হাতে আমি জানালায় 

চরিত্রগুলো সব জীবন্ত হল

আমার মনের কল্পনায় ।


কিছু চরিত্র রঙিন বড় 

কিছু তো রং চায় না 

কিছু চরিত্র ,ভীতু-ভীতু 

কিছু নির্ভীক  আমার কল্পনায় ।


সময়টা এখন থমকে গেছে 

লেখাতে আমি হারিয়েছি 

চরিত্র গুলো ভেঙে-গড়ে আমি 

নতুন করে বানিয়েছি ।


করোনাকালে বন্দিজীবনে

সৃষ্টিতে মন মেতেছে

চরিত্রগুলো একে একে আমার 

গল্পের মালা গেঁথেছে ।

.. অমৃতা





Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(