ব্যস্ত শহর , ব্যস্ত আমি
হাঁটছি যেন হাজার পথ ,
হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি
পাই যদি একটু অবসর !
কতটা পথ হেঁটেছি আমি
জানি না আছে কত বাকি !
দমকা হাওয়ায় মনের মধ্যে
প্রশ্নের আজ দিচ্ছে উঁকি ।
পথিক আমি হাঁটতে হাঁটতে
পেয়েছি অনেকেরই দেখা ,
কেউবা দিয়েছে ভালো উপদেশ
কেউবা দিয়েছে খোঁচা ।
দরকারে বন্ধু ,পিঠ পিছে ছোড়া ,
শহর জুড়ে কৃত্রিমতা ;
ভালো আছি আমি তোমার থেকে —
দেখাতে সবাই ব্যস্ত !
ঠুনকো ভালোবাসা দেখতে দেখতে
আমার চোখ আজ পরিশ্রান্ত ।
কোথাও মনে মেঘ জমেছে
চোখ ভিজেছে বৃষ্টিতে ,
প্রেম ভাঙ্গাও আজ লোক দেখিয়ে বেড়ায় —
ফেসবুকে আর টুইটারে ।
.... অমৃতা দত্ত
কবিতাটি ‘আমার কবিতা ‘ বই এ প্রকাশিত
Comments & Reviews (0)
No comments yet :(