খুন নাকি আত্নহত্যা?সানজানা কায়েস
উঁচুনিচু বিল্ডিঙয়ে ঘেরা ম্যানহাটন।এখন বাজে দুপুর ঠিক ২টা ৩২ মিনিট।ম্যানহাটনে জনাকীর্ণ রাজপথে দাঁড়িয়ে থাকার জো নেই।যে যার
কাজে মত্ত।কেউ অফিসে যাচ্ছে,কেউ বা টিউশনিতে; আবার কেউ বাজার করে বাড়ি ফিরছে।আর দশটা সাধারণ দিনের মতোই আজকের
অবস্থা।কিন্তু,১০ মিনিটের মাঝেই পরিবেশ সম্পূর্ণ পাল্টে যাবে।
২০ তলাবিশিষ্ট 'ক্লুনি' টাওয়ারের ছাঁদে দুর্বলচিত্তে অপেক্ষা করছে লিয়াম।ওর শরীর গরম হয়ে গেছে।সাথে কিছুটা কাঁপুনিও আছে। আজকে তার জীবনের প্রথম স্নাইপিং মিশন।শুরু শুরুতে সে মানসিকভাবে প্রস্তুত হলেও এই মুহুর্তে সে ভীষন অপ্রস্তুত অনুভব
করছে।আজকে ভরদুপুরে ম্যানহাটনের জনাকীর্ণ রাস্তায় একজনকে ব্রাশফায়ার করতে হবে।তাই আগে ট্রেনিং পেলেও প্রথম মিশনে লিয়াম যথেষ্ট নার্ভাস।
লিয়ামের ফোনটা বাজছে।পকেট থেকে ফোনটা বের করে লিয়াম। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ওর গুরু বললেন,
"এজেন্ট লিয়াম,তুমি নিজের জায়গায় প্রস্তুত তো?"
"জ্বী স্যার।আমি প্রস্তুত।"
"গুড,তুমি একদম সুস্থসবল আছো আশা করি।"
"খুব অস্থির লাগছে স্যার!" লিয়াম অসহায়ের ভঙ্গীতে বলল।
"যতই অস্থির হও না কেন,তোমাকে এই কাজটা করতেই হবে।তোমার অতীত জীবনের কথা ভুলে গেলে চলবে না।তুমি কি আগের মতো
রাস্তার কুকুরের মতো করে বাঁচতে চাও?"
"কোনোদিনই না,স্যার।আমি ভুলেও আর........
"লিয়াম! ওই তো তোমার টার্গেট! দ্যাখো।দেখতে পেয়েছো?ওই যে 'বার্গার ম্যানিয়া' রেস্টুরেন্ট থেকে বের হয়েছে।ধূসর হুডি পরা।ওই তো!"
লিয়াম দূর থেকে টার্গেটের চেহারা বুঝতে পারলো না।টার্গেট ছেলে নাকি মেয়ে সেটা তো আরো পরের কথা।ফোনের ওপাশ থেকে SKWD
এর গুরু নির্দেশ দিতে শুরু করলেন লিয়ামকে। "লিয়াম,তুমি প্রস্তুত হও।আর ১০ মিনিটের মধ্যে তোমার মিশন সম্পূর্ণ হওয়া চাই।"
লিয়াম শক্ত করে ব্যারেট এমআরএডি রাইফেলটা ধরল।আর কিছুক্ষণের মধ্যে চলতে ফিরতে থাকা মানুষটি লাশে পরিণত হবে।লিয়াম চোখ
বন্ধ করে ফেলল।ওদিকে এসকেডব্লিউডি এর গুরু নির্দেশ দিয়েই চলেছেন,"টার্গেট চলে যাচ্ছে,লিয়াম! এটাই মোক্ষম সময়। শ্যুট!!"
লিয়াম নিশানা তাক করে সশব্দে ঢা! করে গুলি ছুড়লো। একবার!দুইবার!তিনবার। লিয়াম বাইনোকুলারের সাহায্যে দেখতে পেলো,ধূসর
হুডি পরা মানুষটা মুহুর্তেই নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলো।চারপাশের মানুষ ছোটাছুটি শুরু করেছে।ফোনের ওপাশ থেকে এসকেডব্লিউডির
গুরু কি যেন বললেন,তবে লিয়াম কিছুই শুনতে পারছে না।লিয়ামের মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে।সে কিছুই অনুভব করতে পারছে না।
রাইফেল আর ফোন ছুঁড়ে দিয়ে সে এক দৌড়ে নিচে চলে গেলো।।তার লক্ষ্য,কয়েক মিনিট আগে লিয়ামের রাইফেলের ভিক্টিম হওয়া মানুষটার পরিচয় জানা।লিয়াম মানুষের ধাক্কাধাক্কি অগ্রাহ্য করেও ছুটছে।একসময় সে লাশটার সামনে পৌঁছে গেলো।ততক্ষণে পুলিশ এসে পড়েছে।লিয়াম লাশটার কাছে দাঁড়িয়ে এক ধাক্কায় উল্টে পড়ে যাওয়া লাশটিকে সোজা করল।তৎক্ষণাৎ সে যেন ৪৪০ভোল্টের একটা শক খেলো।একি! এতো লিয়ামেরই লাশ!
Comments & Reviews (0)
No comments yet :(