এ কোন সকাল-
এ যে রাতের চেয়েও অন্ধকার
কত যে রঙিন আশা- মরে
মাথা- কুটে ,
কত যে সবুজ গ্রাম- যায়
ধূসর পান্ডুর হয়ে- র্জীবন যৌবন
যায় অবহেলে –
আশা বৈতরণী–যেন -ফুটে
নিরবধি,
কর্মহীন- দিশাহীন লক্ষ লক্ষ প্রান
নিঃশেষে- যায় মরুভূমে।
মরীচিকা মরুদেশে নাশে প্রান
তৃষা ক্লেশে---
হায় রে, ভুলিবি কত আশার
কুহক ছলে।
কা ল নাগিনীর , গরল সাগরে
নিমজ্জিত প্রাণ - যায় অবশেষে ।
তবুও ছুটিছে তারা – শুষ্ক
প্রাণে লয়ে অধিকার-
দুর্বার সে অভিযান - হিমালয়
চুড়ে যেন চলে অবিচল - দুর্বার।
বারে বারে করিছে আঘাত
যেন - নির্জীব প্রানে--
যেন যুপকাষ্ঠে উৎসর্গীত ছাগ
প্রতীক্ষা করিছে - প্রহর গুনিছে।
ক্ষুদ্র এ জীবনের -
প্রাণ স্পন্দন টুকু – আহে অভাগার ,
এ ক্ষুদ্র জীবন তরে - প্রাণ ভিক্ষা
করে নিরবধি।
কর্মহীন দয়াহীন অতল বিবরে
ত্রাহি নাই- ক্ষমা নাই- এ
জীবন - মরণ পণ করে চলে ।
যতক্ষণ দেহে আছে প্রাণ,
ঘুরে যেন অসহায় মলিন
পান্ডুর এক বিভৎস
মরণের রূপ - নীরব নিথর
হবে একদিন - এ মরণ ফাঁদে
নাহি কো নিস্তার তার ।
অপরাধ তার শুধু - এ পোড়া
রুটীর অবিরাম অন্বেষণ,
ভাগ্যচক্র ঘুরে যায়,
সময়ের স্রোতে--
ব্যর্থতা কালিমা লেপী
ঘুরিতেছে আনিবার - যেন এক
কলুর বলদ , ঠুলি বাঁধা
এ সমাজ দেখেও দেখে না
তারে - অসহায় প্রান যায়
যেন শুকায়ে ঝরে --
কালসিন্ধু পানে ছুটে --
নিরলস প্রাণ - ক্ষীণ আনন্দ
লয়ে গভীর আশ্বাসে -
হে দয়াল , যদি রাখাে
চরণে তােমার - ঠাঁই দাও
মলিন শুস্ক বদনে ডাকে -
ত্রাহি ত্রাহি ,
ডাক ছাড়ে - উদ্ধার কর গাে
প্রভু এ দীন আকিঞ্চনে ।।
Comments & Reviews (0)
No comments yet :(