Poem

বৃষ্টি

3 years ago

0

—ওরে সবুজ , —ওরে অবুঝ

  বনস্পতির দল ,

বৃষ্টি ভিজে আজ তোরা 

করছিস বড়ই কোলাহল ।

তপ্ত-দুপুর , শুষ্ক-দুপুর 

ধুলোয় ছিলি মলিন ;

শ্রাবণ ধারায় ধুইয়ে গিয়ে 

আজ তোরা চির নবীন ।

মেঘে মেঘে মিল হল আজ 

জন্ম নিল বৃষ্টি ।

মেঘরাজ্যের রাজকন্যা বৃষ্টি 

মানে না কোনো বাধা ;

মেঘরাজ্যের সীমানা পেরিয়ে 

ধরিত্রীকে দিল সে দেখা । 

সূলক্ষণা বৃষ্টি , শুষ্কতা দূর করলো ;

লতা-পাতা নতুন করে আজ 

প্রাণ যেন ফিরে পেল । 

বাদল মেঘের সাথে বৃষ্টি 

লুকোচুরি খেলে ,

শুকিয়ে যাওয়া খাল-বিলে 

ওর প্রাণের পরশ লাগে ।

দস্যি মেয়ে বৃষ্টি মোদের 

ঝড়কে ভয় পায় না ;

ওর প্রার্থনায় কাতর কৃষকদের

মেটায় সকল বায়না । 

টুপুর টাপুর ওর পায়ের নূপুর 

মনকে পুলকিত করে ; 

হাঁসফাঁস করা প্রাণেতে ওর 

শীতল ছোঁয়া লাগে ।

খাঁ খাঁ রোদে , তৃষ্ণার্ত বুকে 

চির আকাঙ্খিত মায়াবিনী বৃষ্টি ;

ওকে ভালো না বেসে

থাকতে পারে না কেউ —

প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি । 

... অমৃতা দত্ত

কবিতাটি ‘আমার কবিতা’ বই এ প্রকাশিত

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(