Poem

সরলরেখা

1 month ago

0

মেনে নিতে নিতে

সরলরেখায় আমার বাস। 

ঘাড় ঘুরিয়ে দেখলে -

হবে তো সর্বনাশ ।


পথে যেতে যেতে

হোল না গাঁথা মালা,

ফুল তুলে তুলে

কাটল যে সারা বেলা ।


আকাশে চেয়ে চেয়ে,

এলনা একফোঁটা বৃষ্টি - 

গরমে ঘেমেনেয়ে

একেবারে অনাসৃষ্টি ।


তবু মিছিমিছি

এখনোতো আছি   বেঁচে 

শেষ পারাণী এলে

হৃদয় উঠবে নেচে।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(