দুঃখ মোরা পাই নিজেদেরি দোষে ,
তবু সবাই যে গো দেবতারে দোষে।
নিজেকে ঠিক করো নিজেরি কাছে ,
দেখিবে আপন মনে ভগবান বিরাজে।
এই জ্ঞান যদি তুমি করো অন্ধে সন ,
অচিরে ঘুচে যাবে দুঃখ প্রাণ হবে শান্তিনিকেতন।।।
মনের মাঝেই শুধু পূজা করো তাকে ,
দেখিবে তিপ্তি পাবে নিজেরি প্রানে।
সুক বলে যা আছে এই চরাচরে ,
সবাই বাসা বাধিবে তোমার সংসারে
মন্দিরেতে গেলে পরে আমরা শুধু ভাবি ,
কি করে সবার আগে পূজা দিতে পারি।
কখনো বা পয়সা দিয়ে কখনো বা গোত্র বলে মা মা বলে ডাকি ,
জানো কি সেই দেবী নিজেই আছে তোমার বারি।
যখন নিজের মাকে সেবা করলে জগৎ মাতা পাই।
তবে কেন পয়সা দিয়ে কালি দেখতে যাই।
Comments & Reviews (0)
No comments yet :(