Poem

সুখস্মৃতি

3 years ago

0

এদিন চলিয়া যাবে

ক্ষণকাল পরে ,

রবে শুধু কীর্তিটুকু

চিরকাল তরে ।


ধরার সয়স্মরে

আসিবে যে অম্বরে

শুধু হাসি - গান

শুধু যে অবিরাম কলতান

দুঃখ - সুখ চিরকাল

বাজাবে বাঁশী -

ভরিবে অমৃত - সুধা

জীবনেতে আসি ।


চলিবে জীবন - নৃত্য

চিরকাল ধরে,

বুদবুদ মিলাবে যেন

চিরকাল তরে

জীবনের খেলা শেষে

বাজে বিদায় রাগিনী

ফিরে নাই - ফিরিবে না

সে মধু যামিনী ।


জীবনের সুখ যত

হাসি - কান্না - গানে,

মিলন মধুর হয়

সে সুখ বিতানে ।

কলকল নদী ধারা

বহে নিরবধি

ওহে সাধ্য কার আছে

রুধে তার গতি ।


স্মৃতি লয়ে বেঁধে তার

ছিন্ন বীণার তারে ,

রবে সে অমর প্রেম

যুগ যুগ ধরে ।

জীবন চলিছে যেন

কালসিন্ধু পানে ,

ফিরানাে যায় না তারে

এ ঘাের - অশােক কাননে ।


এ জীবনের সুখ যত

থাকে ঘাের স্বপনে

শান্তি যে আশ্রয় লয়

কেবলই সম লগনে

লভিবে অমর প্রেম

এ গরল সাগর পারে

সুখস্মৃতি জেগে রবে

চিরকাল এ জীবন পরে ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(