কি কথা বলিবো রাজা
যদি না লাগে ভালো
আমারে তো দেবে সাজা,
আমি এক গরিব প্রজা
চোখেতে দেখিনা ভালো
তাতেই তো তোমার মজা
কানে শুনি আধা আধা
হিসেবেতে খুব কাচা
সবাই তাই বানিয়েছে গাধা,
মনে আছে বিশধ বেথা
নিভেছে ভোরের আলো
মহা মারি ঘিরেছে হেথা,
কেউ খায় আধ পেটা
কারো বা জ্বলেনা চুলো
খিদের তরে চোখেতে ধা ধা,
গরিবের ভাগ্যের কথা
ঘরেতে রুগ্ন ছেলে
সারাদিন হারভাঙা খাটা,
এনেছি আরজির খাতা
ভেবোনা গণ্ডগোলে
এ মোর মনের কথা।
Comments & Reviews (0)
No comments yet :(