সৃজনীর সাথে অনেকদিন ,
দেখা করবো ভাবছি ...।
সৃজনী , আমার কলেজের বন্ধু ,
রোজ ওর পাশেই বসতাম ।
ল্যাবরেটরি ক্লাস , ক্যান্টিন —
সেই কলেজ ফেস্ট ...
ওর সাথে আমার অনেক স্মৃতি
যাবে না হয়তো গোনা ।
মাঝে মাঝে মনে হয়
সৃজনীটা আমায় ... ভুলেই গেছে হয়তো !
আগে তো ওর প্রায়ই ফোন পেতাম ,
এখন আসে না একটিও।
নি:স্তব্ধতা ভেঙ্গে হঠাৎ করে
ঘরের টেলিফোনটা উঠলো বেজে ।
টেলিফোনের লাইনে সৃজনীর বোন
ওর দিদির মৃত্যু সংবাদ দিল ।
কোভিডে ও দুদিন আগে
ঘুমের দেশে গেছে চলে ;
এক লহমায় সৃজনীকে ভেবে
আমার নয়ন গেল জলে ভরে ।
ওর সাথে আর দেখা হবে না
কত কথা আর বলা যে হবে না ।
টিফিন ভাগ আর করা যে হবে না ;
সময়টা যদি পেছাতে পারতাম ...
যদি বা ... দেখাটা করে রাখতাম ,
না-বলা কথাগুলো বলে রাখতাম ;
মনের আফসোসটা হয়তো আমি
কিছুটা কমাতে পারতাম ।
... অমৃতা
কবিতাটি ‘আমার কবিতা’ বই এ প্রকাশিত
Comments & Reviews (0)
No comments yet :(