আমার সে এক পুরুষ আছে ভীষণরকম
আনমনা
বক্ষে বাঁধি, চক্ষে হারাই, মনকে বুঝাই
কাঁদবো না ।
পাঁশুটে চাঁদ, শুকতারা মূক, ঘুম কুড়ে খায়
ঘুণপোকা,
আউলাবাউল হলেও আমার পুরুষ ছিলো
একরোখা!
সেবার শীতে যখন আমার একলা যাপন
শেষ হলো,
অতিথ আমার হঠাৎ করেই হাঁক পেড়ে যায়
"দোর খোলো"
সে ডাক আমি শুনবো না যে তেমন আমার
সাধ্য কই?
নিন্দুকেরা যদিও বলে, আমি মোটেই
বাধ্য নই!
কাকে বোঝাই 'চুপ চুপ চুপ এমন করে
ডাকতে নেই !'
"পথিক তোমার ভুল হয়েছে", স্তোকবাক্য বলবো
যেই,
অমনি আমার এতদিনের অতিক্রান্ত
পথ ধরে
এক এক করে গোলাপ-গাঁদা-জংলী ফুলে
দেয় ভরে!
সে ফুল আমি রাখবো কোথায় ভাবতে গেলে
ঝক্কি তা,
মনের মাঝেই রক্ষা করি, লোকে বলে
রক্ষিতা!
Comments & Reviews (0)
No comments yet :(