তোমার মুখের গ্রাস---
তোমার ক্ষুধার অন্ন
কেড়েনিতে লক্ষজনেরমাঝে--
তোমার রুটী - রুজির,
সংস্হান করতে-- প্রলয়ের
প্রলয় সংঘাতে---
লক্ষ্যভেদ কর-স্হির হও
মহামণ্ত্রে-- জাল আছে
পাতা জগৎ সংসার-
উর্ণনাভ সম পাতিছে জাল
দিকে দিকে- শুধু যেন
মরণের ফাঁদ-----
একি তোমাদের সুখের নিগুড়
গড়ি পরিলি কী মহাসুখে---
মহা জঞ্জালের স্তুপে
রুদ্ধশ্বাস এক কালচক্র
পাতা আছে দিগ্বিদিকে------
মহা কালের কোলে দীপ
নির্বাপিত ক্ষণ করিছে
প্রতিক্ষা যেন---
এ ঘোর বিপদে,
তারস্বরে করিলে চীৎকার
কেহ নাই,কিছু নাই-----
শুধু মরীচিকা--
বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবার-
এ ঘোর জনারণ্যে-
আকুল হৃদয় বেদনা---
শুনিবে না কেহ-কোন দিন।
শুধু সময়ের সাথে
পারিবে কি তীক্ষ বান
করিতে নিক্ষেপ-সব জাল
হবে খান খান---
শৌর্য-বীর্য -- সকলের
পরীক্ষা এবার --- পারিবে কী?
চক্রবূহ্য ভেদ করি
বধিবে তাহাদের----
শুভ-অশূভের যুদ্ধ
চিরকাল ছিল-- রবে
তারি মাঝে তব লক্ষ্য স্হির
করি চল- পারিবে নিশ্চয়
ঘোর রণে--শুভক্ষণে
লভিবে অশ্বমেধ ফল।
হে বীর!
বীরভোগ্যা বসুন্ধরা
করিবে না প্রতারণা কোন দিন-
কর্ম- কর্ম- ধর্ম চিরস্হির
কালজয়ী- এ ধরার মাঝে-
তুমি বীর নিশ্চিত সুফল
পাবে কঠিন শ্রমের।
পারিবে করিতে জয়-
নিজ ভাগ্য রচিবে আপনি-
চোরাবালি-চোরাস্রোত-
রবে চিরকাল- এ ধরণী মাঝে
জয় হোক ---
অশুভ বিনাশ করি
শুভের সংগ্রাম।
যুবশক্তি যুগজয়ী
হোক - কলরব কালের রথের
চাকা - মুহূর্তে করিবে
গ্রাস - এর ঘোর মেদিনী -
হবে খান খান -
অশুভ শক্তির - বিনাশ
করি - প্রতিষ্ঠা কর - পুণ্য
তিথি - জীবন মরন
মাঝে - মহাকাল স্রোতে।।
Comments & Reviews (0)
No comments yet :(