আমি একা। তবু, একাকীত্ব স্পর্শ করেনি এখনো।
চারিদিকে স্নেহভাজন মানুষজন,
সারিবদ্ধ নয় ।
বরং বাউনীয়ন গতিতে চলমান।
তারা নিয়ত স্পর্শ করে
রাগ, অভিমান, ভালোবাসা নিয়ে,
কখনও বা দাবী।
তার মাঝে মাঝে কিছু সরলরেখা
শুধু আমারই জন্য।
নিজেকে জানার জন্য , হৃদপিণ্ডের
গুপ্ত কুঠুরীতে ফেলে আসা কিছু
কাগজের বাণ্ডিল কুড়োনোর জন্য।
তাই একাকীত্ব আনে আবিস্কারের আনন্দ,
নিজেকে চেনা, জানা কিংবা ঘৃণা করার নির্জনতা।
Comments & Reviews (0)
No comments yet :(