Poem

রথযাত্রা

3 years ago

0

রথ যাত্রা লোকারন্য
মহা ধূম- ধাম,
ভক্তরা লুটায়ে পথে
করিছে প্রণাম---
রথ ভাবে আমি দেব
পফ ভাবে আমি,
মূর্ত্তি ভাবে আমি দেব
ভাবেন অন্তরযামি।

মহিমা অপার তব
জগন্নাথ স্বামী,
আমি তুচ্ছ নর কী কহিব আমি
সকলই তোমার প্রভু
লীলা চারিধার,
বিশ্ব মানব কাঁদে
তোমা হেরি, মহিমা অপার।

মথুরায় বিজে করি
নীলাচলে শেষ,
শ্রীকৃষ্ণ চৈতন্য কাঁদে
তব লীলা যে অশেষ।
অনাথ আতুর যত--
আছে বিশ্ব মাঝে
তোমা ঘিরে আছে সবে
কীর্তি তব অশেষ,কেবা বুঝে।

জগন্নাথ ধামে আছে
মূর্ত্তি জগন্নাথ, বলরাম,
স্নেহশীলা সুভদ্রার,
মহিমা কীর্ত্তন করি
চৈতন্য হলেন, শেষ
নীলাচলে মহাপ্রভু দ্বারকার।

জয়, জয়,জয় প্রভু
অনাথের নাথ,
কীর্তি তব যুগে যুগে
নরগনে দেখাইবে পথ।

ডাকে সবে তোমা যেন
আকুল হৃদয়ে,
হে প্রভু, কৃপা কর
অকিঞ্জনে, তবে যাবে
ভক্তগম,অশ্রু ঝরে
আকুল নয়নে,শুধু ডাকে
অনাথের নাথ কৃপাময়ে।

তোমা বিনা ত্রাহি নাহি
এ তুচ্ছ জীবের,
শুধু যে নয়নে সবে
অশ্রু বারি,দয়া তরে।
দীন হীন কৃপা কর
ওগো দয়াময়,
তোমার মহিমা বটে
সারা বিশ্বময়।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(