Poem

পুনরাবর্তন

2 years ago

0

আজি ধরণী ভরিল কিশলয়ে 

কল কাকলিতে পূর্ন হল ধরাতল-

কি মহিমা সৃষ্টির , 

বিরাম নাই নেই তার , 

যেন রয়ে রয়ে দিন যায়,

নবীনের সমাগমে - প্রবীণ বিদায় । 


শুষ্ক পত্রখসে যায় 

পুরাতন বিদায় লয় 

নতুনের আগমনে ভরে এ পৃথিবী - 

আজ যা সহজ , আর সুন্দর 

দিয়েছে কুটিলে বিদায় নিরন্তর , 

কাল হবে আবর্তন , আসিবে সুদিন । 


দুঃখ সুখ সবই আসে 

মিখ্যা এ সংসারে –

দুঃ খেরে বরণ করে 

থাকি সুখ লিভবার তরে - 

সংসার  পারাবার ,

আসে যায় বার বার ,

ঘুরে ফিরে আসে সবই - 

কষ্ট দুঃখ বিনা সংসারেতে সুখ নাহি । 


বিরহ মিলন যেন - 

আসে ফিরে ফিরে 

বিরহ থাকে যে বসে

মিলনের তরে - 

শ্যাম বীনে রাধা নাই

রাধা বিনে শ্যাম - 

জীবনে দুঃখ বিনা কভু 

পুরে কি মনস্কাম । 



জন্ম - মৃত্যু দোঁহে মিলি 

জীবনের খেলা - 

জন্ম আর মৃত্যু আসে 

যেন দুই বেলা - 

জীবন নদীর যেন এপার - ওপার

জন্ম আর মৃত্যু যেন জীবনের আধার । 


তােমার আনন্দ রবে তারই মাঝখানে -

যা কিছু আনন্দ আছে 

সৃষ্টি আর গানে । 

জীবন সঙ্গীত সুধা 

পান করে যেই 

সুখ - দুঃখ সকলই তাে 

অবহেলে ভােগ করে সেই।


আবার আসিব ফিরে

জীবন নদীর তীরে 

পুনরায় না মনস্কাম   -

শুধু কামনা জীবন তরে ,

দিনান্তে সন্ধ্যা নামে 

শরতের ভোরে  -

দিন আসে দিন যায় 

সুখ - দুঃখ তরে ।


অতীত কাহিনী সব 

থাকে মুখ ঢাকি - 

গােপন কথাটি রবে না গােপনে

সকলই যে হবে শুধু ফাঁকি 

পুনঃ পুনঃ আসে সবই 

জীবনের ভােরে - 

নীরবে মিলায় জীবন নদীর তীরে 

অনিত্য এ আসা - যাওয়া ভব পারাবারে ।


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(