Poem

স্বচ্ছতার অভিযান

3 years ago

0

'না জানি কেন রে

এতদিন পরে জাগিয়া

উঠিছে প্রাণ, ওর উথলি

উঠিছে বায়ু


যতই ভাবনা যতই যাতনা

রুধিয়া রাখিতে নারি।


ওগো , দয়াময় জাগাও

এ হৃদে নবীন মন্ত্রে,

নবীন বাসনা,ভুলাও যাতনা,

দাও গাে শক্তি , দাও গো

মুক্তি পুরাও যত যে বাসনা ।

বুদ্ধ,কবীর, মহাবীর ,

মহাত্মা যীশু সবার এদেশ ,

নবীন মন্ত্রে ঘুচাও সব দ্বেষ,

স্মৃতি জাগাও অতীত ভাবনা ,

ঘুচাও কালিমা , বিষয় বাসনা

দাও শুভ মতি সবার হৃদয়ে ,

নবীনমন্ত্রে , উড়াও কেতন এ বিজয়ে।


জ্বালাও স্বচ্ছতার আলো

সবারে হৃদয়ে আনাে -


যাহা কিছু সুন্দর , যাহা ভালো

মুছে দাও গ্লানি ,

ঘুচাও জরা -- নগ্ন সমাজের

কালিমা যত -- জ্বালাও আলো --

সকলেরে আনো টানি


সকলের আনাে টানি ।

পতিত জনেরে দাও সম্মান ,

সমাজের রথে দাও মহাটান ,

বিভেদ ভুলিবে , জাগায়ে তুলিবে

একটি বিশাল হিয়া ,


নতুনের জয়ে , নবীন মন্ত্রে --

উত্তাল হবে মহা কলরবে ।

হে দুর্গতিনাশিনী ,

কুল কুন্ডলিনী জাগায়ে তােল গাে

এ মহামন্ত্রে , যেন সর্ব জনেরে

আঘাত হানিবে জাগায়ে তুলিবে

বিশাল য্জ্ঞে-- মাতৃ মন্ত্রে

ভারত ভূমিরে করিবে ত্রাণ -

মহা পাতকির হবে পরিত্রাণ ।


মাগাে যাহারা তােমার

ভান্ডার লুটি , বাড়িতেছে দিন দিন

তাহাদের তুমি কর নাই ক্ষমা,

খােদার বিচার-- যেতে হবে পারে

নাহি কে পরিত্রাণ--

অপমানে হতে হবে তাহাদের সবার সমান ।।


Such such were the days

On the Echoing green ,

When we are boys and girls

In the youth" .


কোথায় গেল সে সব খেলা

সে সব মজার দিন ,

পাঠশালা আর ডাংগুলিতে

কাটত সারাদিন ।

সময় গেছে ছাড়িয়ে মােদের

এখন বিকেল বেলা ,

পাব কী আর মাথা কুটে

মধুর ছেলেবেলা।


সন্ধ্যামণি মারছে উঁকি

পশ্চিমেতে ঐ ,

নদীর স্রোতে ভেসে যাওয়া

সময় সাথী কই ?

যখন সাঙ্গ খেলা ফুরায় বেলা

এপারেতে ঠাঁই নাই ,

বাজিয়ে বাঁশি , মধুর হাসি

ওপারেতে সবাই যাই ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(