লইবে বিদায় তুমি অতি সংগােপনে ,
আবর্তিবে সূর্য - চন্দ্র নিজ নিজ গুণে ।
সময়ের গতি আর কালের নিয়ম ,
গ্রাসিবে তােমারে এবে নাহিকো বিরাম ।
এদিন চলিয়া যাবে ক্ষণকাল পরে ,
রবে শুধু কীর্তিটুকু চিরদিন তরে ।
শীতের কুহেলী কাটি আসিবে বসন্ত ,
জীবনে যে কত খেলা নাহি তার অন্ত ।
শিশু - বৃদ্ধ সবাকার আসিবে সুদিন ,
সময় চলিয়া গেলে সকলি মলিন ,
উষর - ধূসর মরু কিংবা মরুদ্যান,
সকলি রহিবে নিত্য ভরি জীবন উদ্যান ।
জীবন উদ্যানে মাের যৌবন কুসুম নাহি রবে
শীতের পদ্মপত্র সম ঝরিয়া পড়িবে ।
সেদিন যেন গাে মালতী - মাধবী হল মিতালী
কোথা গেল রাঙন সে মধুর দেওয়ালী ।
জীবন শুকায়ে যাবে বর্ষ অন্তরালে ,
প্রকৃতির লীলাখেলা রবে কালে কালে ।
সবুজ পাতার দল মিলিবে ঝরাপাতার দলে ,
স্মৃতি শুধু জেগে রবে প্রতি পলে পলে ।
অবুঝ সবুজ প্রাণ বােঝে নাতাে কিছু ,
ধাইছে কালের স্রোত তারই পিছু পিছু ।
বেদনায় স্রিয়মান দেখাে শুকসারী ,
কাননে কেতকী কাদে গুমরি গুমরি ।
এ শুধু রণাঙ্গন যুদ্ধ কর প্রাণ পণ ,
ভয়ে ভীত হয়াে না নির্বোধ নির্গুণ ।
দুঃখ - সুখ দোলা চলে , জীবনের খেলা চলে,
দুর্লভ মনুষ্য জন্ম কাটাও না অবহেলে ।
সময় থাকিতে সাধু হও সাবধান ,
সময় আসিলে তুমি বুঝিবে বিধান ।
যৌবনের রুদ্র তেজে সেজেছাে মহান ,
মধ্যাহ্নের দীপ্তি শেষে উঠিবে তুফান ।
রক্ষা কর হে মাধব ত্রাহি নাহি আর ,
পার কর মােরে তুমি এ সাগর পার
ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে মাঝি নাহি কেহ ,
ভবের কান্ডারী তুমি লহ মাের এ নশ্বর দেহ ।
বিরহ রাগিনী বাজে কুহুতান ফেলি ,
বিদায় লইব মােরা মােহ জান্ন ঠেলি ।
থাকিবে অমর কীর্তি এই বসুধায়,
লইব বিদায় মােরা মধুর ধরায় ।
সহস্র বন্ধন জাল ছিন্নকরি সবে ,
যার যেথা সবে মিলি ত্যজি বিষয় বৈভবে ।
অতল অপার এ মাতৃস্নেহ পারাবার ,
প্রিয়ার বন্ধন সবই রবে এ ‘ সংসার ।
করুণ রাগিনী বাজে বিদায়ে ক্ষণে ,
স্মৃতিটুকু জেগে রবে সবাকার মনে ।
এমন কীর্তি তুমি করহ স্থাপন ,
তুমি শুধু চলে যাবে কাঁদিবে ভুবন ।
সকলে অমর নহে এ বিশ্ব সংসার ,
কীর্তি শুধু অমর রবে এ বিশ্ব মাঝার ।।
Comments & Reviews (0)
No comments yet :(