Poem

মুকুট

3 years ago

0

মান রাখাে , ধ্যান রাখো তারে ,

বুঝিলে যে সারতত্ত্ব , পরিবে তাহারে ।

আহারে বিহারে তব রাখিলে নজর ,

না হইলে রসাতলে যাবে যে পামর ।

সাধনার ধনু বড় এ ছার মুকুট ,

পরিয়া করিলে হেলা পাবে যত কষ্ট ।


আদরের ধন হে , যত তুচ্ছ হােক কেন ,

সুফল পাইবে তুমি করিলে যতন ।

এত দিন বুঝ নাই এ যে অমূল্য রতন

পরম সম্মান তবু , নইলে হইবে পতন ।

গরীবের পুত্র যদি পায় রাজ্য ভার ,

তুচ্ছ জ্ঞান করে সবে হয় ছারখার


মহামানী দুর্যোধন গর্বেতে বিভাের ,

সদা মরে অহংকারে , কীর্তিতে অপার ।

মুকুট শুধু হয় না কেবল মহাজন ,

সদা জাগে ভয় প্রাণে রাখিতে সম্মান ।

এ নহে পুতুল খেলা, নয় খেলাঘর ,

মস্তকে পরিলে তারে বুঝিবে সত্ত্বর ।


হও যদি গুণী জ্ঞানী এ তুচ্ছ সংসার ,

তুচ্ছ করি রাখিবে না , এ অমূল্য সম্ভার ।

কামনার ধন নহে বাসনার কেহ,

এ নহে বাসর ঘর , রাখালের গেহ।

মহামূল্য মুকুট শােভে নৃপতি মস্তকে ,

সুখেতে কাটায় দিন সদা রাজ সুখে।


কৃতকর্ম ফল দেখাে ফলে এ জীবনে ,

পূর্ব কর্মার্জিত ফল লভে গুনীজনে ।

নােবেল উপাধিধারী বঙ্গের সন্তান ,

পাইলেন কর্মফল , তার পূর্ণ প্রতিদান ।

পুরস্কার তিরস্কার নয় কো সম্মান ,

মানী জন মরে শুধু হলে অসম্মান ।


কোহিনূর মনি শােভে সম্রাট মুকুটে ,

রামে আনিতে ভরত গেল চিএকুটে ।

প্রজাগণ কাঁদে যত রাম চন্দ্র তরে ,

সকলে যে দুষে শুধু তার বিমাতারে ।

পরিলে সােনার মুকুট বিবাহ বাসরে ,

প্রতিজ্ঞা কর গাে সবে , স্মরি বিধাতারে


সংসার সুখের হয় রমনীর গুণে ,

রমনী সুন্দর হয় সতীত্ব রক্ষণে ।

ঐ সংসার সমরাঙ্গণে যুদ্ধ কর প্রাণপণে

ভয়ে ভীত হও না , এ ক্ষুদ্র মানব জীবনে ।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(