বিশ্ববিদ্যালয় সৃজিল এ মহাবিশ্ব
যেই শুভক্ষণে - আপন আলন্দে -
বাঁধিল সকলেরই - আপন অঞ্চলে
মাধ্যাকর্ষণের বলে - এক মহা ছন্দে।
কেন্দ্রাতিগ শক্তি টানে আপন বিহ্বলে
যেন প্রতিদিন সকলেরে পলে পলে ,
কী নিবিড় , কী গােপন রহস্য তার
সকলেই অভিভূভ , যায় না বিফলে ।
কোন মায়া বলে , স্নেহে আঁচলে-
রেখেছ সবারে সে যে নিবিড় বন্ধনে ,
ছন্দময় সেই টান - বিশ্ব নিয়ন্তার
কভু যে হবে না ছিন্ন-বিচ্ছিন্ন -
ধরার ধুলি মাঝে - থাকি মােরা নীরবে
সৃষ্টির রহস্য - অজ্ঞাতে সেই ভিন্ন ।
মায়া মমতার টানে থাকি মােরা সবে
অসার সংসার চক্র ঘুরে নিরবধি ,
আছে জন্ম, আছে মৃত্যু যেন অবিরাম ,
কে রুধিবে - কার সাধ্য - এ জন্মাবধি ।
মাতৃস্নেহ ছায়ে বাড়ে শিশু দিনে দিনে
চন্দ্রকলা সম চিরদিন ,
বাঁধিতারে স্নেহ ডােরে আপন বিবরে
স্নেহ মমতা টানিছে বন্ধন ক্ষিণ ।
নাড়ি টানে - যে নিবিড় গ্রস্থিবন্ধন
বাড়ায় অশেষ দুঃখ - হয় না মােচন ,
খাকে না চিরদিন কেহই হেথায়
তবু সুখ টালে সকলেই থাকে চিরদিন ।
আশার কুহক জালে আবদ্ধ সকলে
নিরাশা করে যে ছিন্ন তারে অবহেলে ,
সকলে টানে আশা, তার মায়াজালে
চলিতে পারে না পথ যায় সে বিফলে।
দেশের মাটির টানে
তুচ্ছ করি প্রাণ - যুঝিছে সকলে ,
জন্মগত অধিকার - স্বাধীনতা
শেষ বিন্দু রক্ত কভু যায় না বিফলে ।
জন্মভূমি মা বাঁধে তারে -
চিরদিন স্নেহের আঁচলে ,
মাতৃহারা - মাটি ছাড়া হলে
এ ক্ষুদ্র জীবন যায় রসাতলে ।
কঠোর দেশ রক্ষার ব্রত
লয়ে থাকি যেন সবে
কীর্তি যেন থাকে বিশ্বে চিরদিন
মাতৃভূমির প্রতি টান লেখা রবে ।
নম্বর জীবন - কীর্তি অবিনশ্বর
স্বর্ণাক্ষরে লেখা রবে চিরদিন
স্নেহ ভোর ছাড়ি - দিবো মোরা পাড়ি -
বন্ধন ছিন্ন করি যাবো একদিন।
Comments & Reviews (0)
No comments yet :(