Poem

অণুকারীর প্রতি

3 years ago

0

বিশ্বপিতার এই বিপুল সংসারে ,
আছে যে অমূল্য ধন অমিত ভাণ্ডারে ।
নিজ নিজ গুণ লয়ে আছে মহা সুখে ,
কেহ কারে নাহি ডরে বিষয় বৈভবে।
আপন আপন কর্মে আছে স্হিতবান ,
কেহ কভু নাহি ভুলে নিজ গুণমান।
বিসর্জিয়া নিজ গুন থাকিবে কোথায় ?
আছেতযে স্বাতন্ত্র সবে এ বিশ্বমাঝার ।

অগ্নি থাকে যে সদা দাহ্য আশে ,
দহন করা যে ধর্ম আপন সকাশে ।
উই আর ইঁদুরের দেখো ব্যবহার ,
যাই পায় তাই কেটে করে ছারখার ।
স্বভাব না যায় মলে এই সবাকার
নকল করে না কারো হিত উপকার
গরল পাইল দেখ সমুদ্র মন্থনে
কদ্রু - বিন তারে রাখে দাসীত্ব বন্ধনে ।

আপন আপন গুণে হও বলীয়ান
অধীর না হয়ে রাখোনিজ গুনমান ,
কােকিল করে নি কারে মন বিতরণ
কাক করে নি কারাে সম্পদ হরণ ।
কোকিল সুমিষ্টরব করে বরিষন
কাকের কর্কশ রব করিছে দংশন,
নিজ কীর্তি যশে সবে হও বলবান
ধার করা বুলি লয়ে হয়াে না মহান ।

দেখেছ মনুষ্যকুল শ্রেষ্ঠ বলি বটে ,
বুদ্ধি কিছু নাহি তার একেবারে ঘটে ।
পােষাকে আশাকে তার নকল বাহার ,
আহারে বিহারে শুধু নাহিকো বিচার ।
ভালাে নয় , ভালাে নয় রঙের বাহাদুরি ,
শুধু তার সর্বক্ষেত্রে সৌখীন মজদুরি ।
বিধাতা দেখেন সবে নিজ নিজ গুণ ,
কর্মে - ধর্মে বিচার করি চল দিন দিন ।

ব্রিটিশ ভারত ছাড়ি ফিরি গেল দেশে ,
দিয়ে গেল আমাদের চোঙা অবশেষে ।
কেরাণী গিরি কর্ম ছিল মাত্র সার ,
শেখানো বুলি টুকু গুড মর্ণিং স্যার ।
ভারতীয় ধ্যান জ্ঞান ঘটে নাই আর ,
বিলেতী ধরণ টুকু আছে মাত্র তার ।
অদ্যাবধি নিজ গুণ রক্ষিতে ব্যাকুল
অনুকরণ চলিছে শুধু সঁপি নিজ কুল।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(