আলো আসে ধরনীতে যেই -
শুরু হলো সেই -
ভূমিষ্ঠ হইলে শিশু - শুরু হলাে কর্মকাণ্ড
করে শুধু স্তন্যপান - মায়েতে শিশুতে টান
গুটি গুটি চলে শিশু যেন পায় -
সেই মায়ের নজরদারি
দুষ্টুমি করে যে ভারি --
যায় যে কোথায় যেন,
সেই আদরের ধন হেন,
মায়ের স্নেহের টানে , বাড়ে শিশু, প্রাণপণ ধায় ।
সেই ভােরে উঠে - তাড়াতাড়ি ছুটি
আম কুড়াবার ধুম
পাঠশালে ছুটি ,
যেন গুটি গুটি -
ভয়ে প্রাণ জড়োসড়ো,
মাস্টার যে বড় দড়
তবু সে চলে পাঠশালে -
রাত্রে নাইকো তার ঘুম ।
শিশু বড় হয়ে যায় কলেজেতে
নলেজ বাড়ে কি তার আর কোন মতে ?
ছুটোছুটি করে ধরে গাড়ি --উউ
শোন ব্যস্ত যেন ফিরে বাড়ি
সেই খাওয়া - সেই ধুম
কর্মচলে দিনরাত - রাতে নেই ঘুম
এমনি চলে যে নিত্য জীবন , হয় ,বিমুখ ।
শিক্ষা শেষে হয় কর্মান্বেষী - ফিরি দেখে ব্যস্ত বেশি , চলিছে সময় সাখে , সেই অবিরাম ।
সন্ধান করিছে সবে কি আছে কপালে ?
বিরাম যে নেই তার,
শৈশব জীবন ছাড়ি নিয়েছে যে ভার
ধর্মী হব , কর্মী হব --
জগৎ জিনিয়া লব ,
প্রাণপণ চেষ্টা করি , মাভাবে ভুবন বুদ্ধি বলে।
সেই শুরু হতে শেষ চলে জীবন সংগ্রাম,
কর্মে শেষে যায় সেই, যেন ব্রজধাম
আসার সংসার চক্র ঘুরে নিরবধি
শৈশবের শুরু হতে বার্ধক্য অবধি
সেই চলা, দেয় দোলা,
জীবন দোলায় চলে কত খেলা,
জীবন ফুরায়ে আসে ,শুরু - শেষ চক্র পাকে।
Comments & Reviews (0)
No comments yet :(