ফুটল আলাে
পূব গগণে -
কাকলি ঐ দূর কাননে,
মধূপ এল গুন গুনিয়ে
মোদের কুন্দ বনে,
গােলাপ রাণী হাসছে শুধু
মিষ্টি হাসি আপন মনে।
দূর নীলিমায় যাচ্ছে দেখা
শুধুই বকের সারি ,
যাচ্ছে ভেসে দূর গগনে
গুনতে তাদের নারি।
নদীর চরে দাঁড়িয়ে আছে
নৌকা সারি সারি ,
মাঝি - মল্লা নাই কো সেথা
আসতে বড্ড দেরী।
পূর্ব গগনে সূর্যি মামা
উঠেন রক্ত রাগে ,
রক্ত গােলাপ পাপড়ি মেলে
ঐ যে দূরের বাগে ।
মৌমাছিরা আসছে সেথা
গুণ গুণিয়ে কত,
একলা বসে দেখছি সে সব
ভাবনা অামার যত ।
সকাল বিকেল কাটে আমার
এমনি করেই দিন,
উঠোন ভরে খেলছে তারা
হতা ধিনা ধিন্ ধিন্।
পড়ছে মনে একে একে
কত সবুজ দিন ,
ভাের হলেই আম কুড়ানো
জৈষ্ঠ মাসের সেদিন।
লাল , হলদে , সবুজ কত
আম বাগানে পড়ে ,
মনে পড়ে সে সব কথা
কাল বােশেখী ঝড়ে ।
আম কুড়ানাে সাঁতার কাটা
কত মধুর স্মৃতি ,
ভাবছি বসে একলা আমি
নাই যে কোন সাথী ।
বিকেল বেলা ডাংগুলি
আর সাগর দাঁড়ি খেলা ,
ছিল কত সঙ্গী সাথী
জুটত সবাই মেলা।
আজ নেই কো সে সবদিন
নেইকো সে সব সাথী ,
একলা বসে , আপন মনে
ভাবি শৈশব স্মৃতি ।।
Comments & Reviews (0)
No comments yet :(