Poem

পুরস্কার

2 years ago

0

বেদুইন জাতি ফিরিতেছে নিশিদিন

যেন তারা বিরাম বিহীন-

তুচ্ছ গ্রাস তরে ফেরে বপে প্রান্তরে

পাইকো বিচার তার নাই কোনো দেশ  -

ক্ষুদ্র প্রাণ টুকু তরে করে অন্বেষণ -

খুঁটে খুঁটে মরে - ইঁদুরের প্রায় -

যখা যায় , সেখা ঘর - -  

পুটলিটা কেবল সম্বল । 


সাপ ধরে - জড়ি বুটি - কত কী যে

আছেপোঁটলায় – সর্ব বিপদভঞ্জন - 

সর্বরােগের হরণ - কত মন্ত্র কত গান

সারাদিন ফেরে বনে - করে যে সন্ধান

ইড়িং বিড়িং মন্ত্র শেষে - করে যে 

ফন্দি ফিকির সংসার যাত্রার তরে - 

তারাই সম্বল হয় - দিশাহীন পথিক অন্তরে ।


মানুষের আশা - প্রত্যাশার শেষ নেই -

কত যে ভীষণ পথ - কোখা নাই ঠাঁই

তবু মন খুঁজে এক নিশানা - সহায় সম্বল

শেষ দিশা পথে - প্রান্তরে 

অন্তহীন মানুষের গভীর অন্তরে

তারে শুধাইল , দিশাহীন জন - 

উত্তরাধিকারে করি যে কামনা - 


কুলহীন বংশ হীন মনে-

তবু সন্তানেরে দেবে মোরে-

দান সহস্র মুদ্রা দিব তার তরে।


কহিল সেঅর্বাচীন , আমরা বড়ই হীন - 

যদি তুমি ইচ্ছা কর - পাইতে পরম ধন 

তবে কুটিরের প্রান্তে দাঁড়াও ক্ষণিক - 

ছিন্ন করি বন্ধন - 

মাতৃক্রোড় হতে তুলি , দুগ্ধ পােষ্য 

এক অবােধ বালকে -

নির্বিবাদে দিল তারে অপলকে - 

উঠে যেত ক্ষিণ মাতৃ হৃদয়ের হাহাকার , 

নিবারিতে তারে দিল শ্রেষ্ঠ পুরস্কার 

দশ সহস্র মুদ্রা দিল তার হাতে ,

হৃদয় যন্ত্রণা কি কভু  নিবারিবে তাতে ? 


এমনি অনেক দীন হীন জন - 

ঘুরিতেছে মহাবিশ্বে করি প্রাণপণ - 

ক্ষুধা - তৃষ্ণা মেটাবার তরে - 

মায়া মমতা হীন ঘুরে মরে 

উদর - পূরন তরে , ছিন্ন করে নাড়ীর বন্ধন । আকাঙ্ক্ষা পূরণ করে আসার জলে 

কেবল সম্বল টুকু বাঁদরের পুঁজি গালে -

মাতাল অচ্ছপ তারা পরিচয় হীন , 

পথেই জীবন ভার , পথেই বিলীন ।

অনাথের নাথ তুমি - নির্ধনের ধন ,

কখন বাঁচাও তুমি , তুমিতাে মরণ । 

রনে বনে সর্বত্র স্মরি যে তােমায় , 

যেভাবে যে ভজে তোমা,সেই ভাবে পায়।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(