Poem

অচিন -পুর

3 years ago

0

তোমায় হৃদ  মাঝারে রাখব

        গোপন করে,

তােমায় বাঁধব এমন করে

         মোহন  সুরে

তোমায় যেতেদেবাে না

      কোন অচিন পুরে ,

তােমায় আমি সাধব সদা

       আমার হৃদয় ভরে


তোমার বাঁশী বাজবে যবে

        আমার হৃদয় পুরে ,

তোমার সুরে বাজবে সেদিন

      মোহন মধুর সুরে ।

 ভাঙবে রে ঘুম জাগবে সদা

   ঐ কোন যে অদূরে,

 হৃদয় বীণার তারগুলি মোর

        ঝংকারে নিশিভােরে ।


বিদায় বাঁশীর সুর বাজবে যখন

    একলা গহন মন্দিরে ,

থাকবে না কেউ যাব যেথায়

 আসবে তুমি মন্থরে।

 যেদিন পড়বে না মাের

 পায়ের চিহ্ন এই বাটে,

 বাইব না আর ভাঙা তরী

জীবন নদীর এই ঘাটে ।।


যেদিন সাঙ্গ করে মধুর খেলা

                বাইব তরী তোমার সাথে,

নীলব নিথর ওই যে গেহ

             থাকবে পড়ে কোন সে পথে।

পথের ধূলায় করব শয়ন

            নাইকো সাথী নাইকো কেহ,

উড়বে পাখী বায়ুর সাথে

            পড়ে থাকবে খাঁচা,ওই দেহ।


 বাজিয়ে  বাঁশী মোহন  সুরে

                 চলরে নিয়ে অচিন পুরে,

     যড়রিপু  দমন করে

                     মধুর মিলন  গোপন পুরে ,

মায়া  মােহ বন্ধন জাল

             ছিন্ন করি মোর সাথে

থাকবে তুমি চিরকাল যে

            কুসুম দোলার পুষ্প রথে।


হাসবে স্বজন,কাঁদবে ক'জন

        কাঁদবে দুদিন মোর পরিজন,

দাঁড়ের পাখী উড়বে সেদিন

         কোন মহলায় কোন সে ভূবন।

যেদিন প্রথম তুমি

             এসেছিলে ভবে,

তুমি মাত্র কেঁদেছিলে

          হেসে ছিল সবে।


এমন কীর্তী তুমি করহ স্হাপন

           তুমি মাত্র যাবে চলে

           কাঁদিবে ভুবন।


আচার বিচার যদি নাহি মানে কেহ

           ধিক্ জনম তার এশূন্য গেহ,

বিধাতার রুদ্ররোষে,কখনও ক্রোধের বশে

        জানে নাকো কোনদিন কেহ।


সহস্র শৈবাল দাম জীবন মাঝারে

            আচ্ছন্ন করিয়া রাখে গোপনে গভীরে,

নিভিলে জীবন দীপ, পড়ে থাকে দেহ

অর্যাচীন অসাড় গহন তিমিরে।


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(