কত সুন্দর সুখী খুশী মুখ দেখি চারপাশে-
বেদনা গেছে দূরে,
গেছে হারিয়ে সুন্দরীর শ্বাসে;
কমল বনে নেই কোন হস্তী
বাতাসে নেই-অক্সিজেনের সাথে কার্বনমনোক্সাইডের মিশেল,
তবু ভেসে ওঠে প্রতিদিন সংবাদ সকালের কাগজে।
হানাহানি, নিয়ে প্রাণ টানাটনি,
স্বামীর হাতে স্ত্রীর, কিংবা মায়ের
অ্যান্টি ভালবাসায় মেয়ে।
দূর্নীতির দুর্গন্ধে সুগন্ধ আনতে
অজানা রোষে প্রাণ দেয় ডাক্তার মেয়ে
আর জি করে।
টুকরো টুকরো দেহের হিসাব কষে পুলিশ -
রাখ, ঢাক চলতে থাকে অদৃশ্য নির্দেশে।
অনুসন্ধান!
আদর আবেগে কোন বিষের ছোঁয়া?
হয়ত স্বচ্ছল মাধুকরী টাকার বিছানায় শুতে চায়।
যৌন মিষ্টতা ঢাকা পড়ে মৌন তিক্ততায়,
সবাই এদের দলে নাই - এটাই আশা আগামীর;
কাটুক সুখের চন্দনের নীচে,
গায় কাজলের জমাট অন্ধকার।
Comments & Reviews (0)
No comments yet :(