Poem

অভিলাষ

3 years ago

0

কত না ভূ-ধর মরুপ্রান্তর
ভ্রমণ করিয়া শেষে ,
পঁইছিনু আসি গয়া বারাণসী
সপ্ত শিলার দেশে
হেরি গয়াধাম মনে অবিরাম
অভিলাশ ' চলিতেছে অহরহ ,
চলি এই বাটে কর্ণিকা ঘাটে
ছাড়ি বিষয় বাসনা মোহ।

পথে অবিরাম বলি রাম রাম
নিয়ে চল মোরে ওগাে অভিরাম ,
তোমার আশ্রয় চলি আশা লয়ে
এ মোর বাসনা অবিরাম।
চড়ি যত যান করিঅভিযান
বাসনা পুরে না তবু ,
মিটিবে কি আশা যত ভালোবাসা
সংসার সাগরে কভু।

দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন
তবুএ আশার নেশা মিটিল না হায়
অভিলাষ পূর্ণ নাহি ভাবি আর শুধু গাহি
এ জীবনের এই বড় দায়।
মহারাজ ফন্দীবাজ আছে সবাকার কাজ
এ বিশ্ব মাঝারে ,
চলিতে চলিতে শেষে লভিবে যে অবশেষে
এ জীবন নদীর তীরে।

গৃহকোণে শুধু বাস পুরে নাকো অভিলাষ
সংসার সীমান্তে আসি ভাবে ,
পন্ডশ্রম চিরকাল স্মরি হে দীনদয়াল
কৃপা কর তরি যেন ভবে
অপূর্ণ বাসনা মোর সংসার একি ঘাের
অভিলাষ পূর্ণ হবে নাকো প্রভু,
সবারে দিয়েছ বর হে দীননাথ যাদুকর
মোর এ দীনের বাসনা পূর্ণ হবে না কি কভু?

সংসার বাসনা যত দংশে যেন অবিরত
বিষয় বৈভব সাগর তীরে,
মনে আসে কত সাধ ঘটায় যেপরমাদ
কর্ত্তব্য করি ধীরে ধীরে ।
এ ক্ষুদ্র জীবন তরী মাঝি তুমিওগাে হরি
ডাকি তােমা শয়নে স্বপনে,
কৃপা কর দীনজনে এ মিনতি ক্ষণে ক্ষণে
চিরসাথী তুমি এ জীবনে ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(