Poem

হতাশা

10 months ago

0

যখন নৈশব্দের মাঝে ভাষা খুঁজি আমরা --

পাখি গান আয় আলোকিত জঠরে, 

সব বোঝা না বোঝা সাঙ্গ করে

         দেখা হয় কাকডাকা ভোরে।


শরীর মনতো মরেনি,

তার পমাণ বহন'করি জীবনে- 

নানা ভয় লুকিয়ে রাখি

         পদ্য ছেড়ে গদ্য প্রাণ ভরে।


তবু যৌবন বহন করে বেঁচে আছি 

বাঁচব বহুদিন,

দিনগুলো হবে - 

ছটির ঘন্টায় অপেক্ষায় থাকা বর্নহীন, 

কিন্তু রঙীন।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(