গর্বিত ময়ূর ডাকি কহিল কোকিলে
পক্ষ বিস্তারিয়া যবে আমি নৃত্য করি
রুপের পিয়াসী যারা কত কি যে বলে
দিতে নারি সীমা, খগ কুলে তাই অরি
মোর সবে, ভাবি দেখ নিষ্ঠুরা নিয়তি
ঘোর কৃষ্ণবর্ণ করি তোমারে সৃজিলা
ক্ষুদ্রকায়া, এ কি সুবিচার তব প্রতি?
না পারি সহিতে। পিকরাজ উত্তরিলা
মধুর সুস্বনে - বটে, শুনিয়া তোমার
স্বর কোন জন খুশী? তোমার কর্কশ
স্বরে পলায় সকলে ত্রাহি রবে,আরবার
ফিরি নাহি চাহে, স্বর হেতু অপযশ
তব বিদিত জগতে। রুপের বাহার
নহে, গুনের কদরে বিদ্দজন বশ ।।
Comments & Reviews (0)
No comments yet :(