মহামারীর ফাঁদে
জীবন এখন কাঁদে
ঢাক , ধুনুচি-ধূপে
সবার আহ্বানে
দেবীর আগমনে
করোনা ভাইরাস
যাক না , নির্বাসনে ।
কলিযুগের পালা
মনে বড়ো জ্বালা
পুজোর কেনাকাটা
অনলাইনে সারা ।
কাশফুল , ঢাকের তাল
কোথাও যেন নেই ছন্দ
বাতাসে এখন ভাইরাসের গন্ধ
সময়টা ভারী মন্দ ।
খোলা খাবারে শঙ্কা
সঙ্গে চায়ের ফ্লাস্ক
লিপস্টিক গেছে নিরুদ্দেশে
মুখ ঢেকেছে মাস্ক ।
কানের দুলটা একটু লাকি
জায়গা বজায় রেখেছে
হ্যান্ড ব্যাগে নতুন আইটেম
হ্যান্ড স্যানিটাইজার এসেছে ।
অনলাইনে পুষ্পাঞ্জলি
ভিডিও কলে আড্ডা
করোনা-কাউন্ট না-বাড়ানোর
এটাই একমাত্র রাস্তা ।
উৎসব আমার
উৎসব আপনার
সবাই মজা করুন
তবে ,মণ্ডপে করোনা-বিধি
একটু মেনে চলুন ।
... অমৃতা দত্ত
কবিতাটি ‘আমার কবিতা ‘ বই এ প্রকাশিত
Comments & Reviews (0)
No comments yet :(