দোতলাটা তুমি আগেই দখল করেছো ,
বারান্দাটাও তোমার ;
ঘরের ভিতর তুমি ঘর বানিয়েছো ,
বোঝার সাধ্য আছে কার ?
আমরা তো বোধ হয় সুখীই ছিলাম ;
ফেসবুকের ছবিতে , হোয়াটসঅ্যাপের ডিপিতে ।
সুখ যে কখন পালিয়ে গেছে ,
মনের অজান্তে।
তোমার , আমার ছবিগুলো ফেসবুকে
অনেক লাইক পেয়েছিল !
ছবির আড়ালে আমার ভাঙা মন ,
বুঝতে কি কেউ পেরেছিল ?
তোমার অফিস , ক্লাব-মেম্বারশিপ ,
প্রোমোশনের নেশা ;
আমার জীবনে ছিল শুধু ,
রাতজাগা অপেক্ষা।
আজও এ মন অপেক্ষায় আছে ,
হয়তো ; বদলাবে তুমি একদিন।
যেমন করে ঋতু বদলায় ,
সময় বদলায় ; বদলায় রাতদিন।
চার বছর আগে ‘ অভি ‘ এসেছিল ;
তোমার আমার ভালোবাসাতে ।
তাই বুঝি আজও জুড়ে আছি ;
নড়বড়ে এক সেতুতে।
অমৃতা
Comments & Reviews (0)
No comments yet :(