Poem

মধুর বসন্ত

2 years ago

0

চৈত্র পবনে মন উপবনে 

লাগিল দোলা -

দক্ষিণ সমীরণ রঞ্জিত করিলমন

মধুর সুরে মন ভােলা ।

বাজে বায়ু আসি , কী মধুর বাঁশি

মধু বৃন্দাবনে , -

রাস বিলাসিনী শ্রীরাধিকা সনে

শ্যাম রাই দোলে একাসনে । 

মধুমাসে এই বৃন্দাবন জাগে অনুক্ষণ

বহে মৃদু দখিনা সমীরণ - 

জোছনায় আলােকিত , পুলকিত - 

যেন সেজেছে এ নব বৃন্দাবন , ইন্দ্র ভুবন ।


ধীরে সমীরে , যমুনা তীরে 

পূর্ণিমার চাঁদ জাগে দক্ষিণ পবনে , 

পরমা প্রকৃতি সাজে , মধুর বাঁশরী বাজে 

হৃদয় উদ্বেল করে , যৌবন উপবনে ।

বসন্ত যৌবন দূত , যেন আসে দেবদূত 

আসে লয়ে প্রাণের উচ্ছ্বাস - 

মধুরে মধুর করে , আসে বর অম্বরে


মধুর বসন্ত যেনপরম উল্লাস ।

যৌবন উপবনে কি আশ্বাস আনে প্রাণে

গােপনে ঢালিছে সুধা জীবন তরঙ্গে 

মধুর বিলাসে , শ্যাম রাই মধুর প্রকাশে 

লাগিছে জীবনে দোলা নব নব রঙ্গে ।


ব্রজ গােপী খেলে হােলি

নব নব রঙ্গে, 

জীবনে ঢালে যে রঙ 

পরম আনন্দে ।

পরমা প্রকৃতি সনে পরম মিলন 

প্রকৃতি পুরুষে যেন অপূর্ব মিলন ,

পরম আস্বাদ করে জীবনের সুধা 

পরম মিলন হয় প্রেমের বন্ধন ।

দোলন চাঁপার সম জীবনের দোলা 

মিলেমিশে একাকার এ প্রাণের মেলা ,

বসন্ত উৎসবে আজ মেতেছে ভুবন 

গৌরাঙ্গ বিভাের হলাে , এ প্রেমের খেলা । 

গৌরাঙ্গ যে জগতের আলাে 

পূর্ণিমাতে ভরেছে ভুবন , 

প্রাণের প্রেরণা আনে , মনাে প্রাণ উন্মনে

অপূর্ব শােভা আজ নব বৃন্দাবন।


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(