Poem

জানা

2 weeks ago

0

মেঘের নামে-ইলিশ আসে মনে;

তোমার সাথে চড়ুইভাতির ক্ষণে -

সবজে পাহাড়, লাল মরুর মাঝে,

পালায় মন - বনপাহাড়ীর সাজে

খুঁজি যখন, বরফ কিংবা জল

পাতাল ফুঁড়ে আসে বাতাস-হিমশীতল

মিলন বেলায় পালক সরে গেলে

জীবন প্রদীপ ভাসায়, প্রানমন -

চাঁদ কখনো মাটিতে এসে গেলে

গ্রহণ করি রঙীন আমন্ত্রন।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(