Poem

না-বলা গল্প

3 years ago

0

তোমার , আমার গল্পটা অজানাই থেকে গেল !

অনেকটা ফুলদানিতে থাকা বাসী-রজনীগন্ধার মতো ,

যা আজ সতেজ নেই —

কিন্তু সেই গন্ধটা ... আজও রয়ে গেছে ।

ভাসা-ভাসা গল্প কেউ হয়তো ...

একটু-আধটু শুনেছে —

নিজের মতো ব্যাখ্যা করেছে —

আলোচিত হয়তো হয়েছে ,

কিন্তু সত্যিটা , আজও অজানাই আছে । 

সময় এগিয়ে গেছে , তুমিও এগিয়ে গেছ ; 

তোমার কথা , কপটতা ,

ধারালো ছুরির মতো ;

সৃষ্টি করেছিল যে ক্ষত —

তা , আজ আর নেই অক্ষত ;

কিন্তু সেই দাগটা ... আজও  রয়ে গেছে —

অনেকটা গোলাপের কাঁটার মতো 

আমার সুসজ্জিত জীবনে 

খুঁত হয়ে রয়ে গেছে ।

...অমৃতা 




Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(