Poem

দুর্যোধন

3 years ago

0

মাতুল শকুনি সাথে করিয়া মন্ত্রণা 

পাঠায়েছি বনবাসে, দ্যুতক্রীড়াচ্ছলে 

করিয়াছি রাজ্যহারা, অতৃপ্ত বাসনা 

মরে মাথা কুটে, লক্ষ শুধু জয়, ছলে 

বলে, কৌশলে; সফল হবে কি মাধব 

পাণ্ডুপুত্রে কুরুক্ষেত্রে রক্ষা করিবারে ?

অর্পিব তাহার করে যাহা আছে সব 

নতজানু হয়ে যদি কেহ ভিক্ষা করে,

আমি রাজা দূর্যোধন, করিনু শপথ 

চলি যাব বনবাসে, সবকিছু দানি । 

মোর পক্ষে ধনুর্ধর আছে,  মহারথ

দ্রোণ, মিত্র অঙ্গরাজ, মাতুল শকুনি 

শমনে আনিবো তবু দেখাইয়া পথ 

বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী


Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(