প্রথমে বন্দনা করি আর্দি গুরুজনে
সৃষ্টির সূচনা হলাে যাঁর উপাসনে ।
উপমা যাহার নাই এ বিশ্ব মাঝারে ,
যাহার কৃপায় মােরা বাঁচি ক্ষন তরে ।
মাতা - পিতার চরণ স্পর্শে চলি দিবানিশি ,
জগতের আলাে দেখাে রবি উষা শশী ।
উঠিলে তপন হয় অমানিশা দূর -
তিমির নাশিলে হয় প্রণয় মধুর ।
প্রেমময় তুমি আছাে জ্বগত করি আলাে ,
তােমার আশীষে হয় সকলই তা ভালাে ।
তরু- গুল্ম পুষ্পরাজি সকলই তোমার ,
পাহাড় জঙ্গম যত আছে জগত মাঝার।
জীব গন স্তুতি করে তােমার করুণা ,
তােমারই কৃশার ভরে করি যে বন্দনা ।
কোকিলের কুহুতান,কুজনের গীতে,
মুখরিত হয় ধরা তােমার সঙ্গীতে ।
বিলাপ করিছে যত কুজন জগতে,
তব কৃপা তরে কাঁদে শুধু নানা মতে ।
কি করিবে কোথায় যাবে ভাবিয়া না পায় ,
জগত পিতার শুধু বন্দনা যে গায়।
গুরু চরণ ধরি ভজিলে জগত ,
উদ্ধার হইবে জীব ভজনাভে সৎ ।
কর্মে ধর্মে মিল করি ভজে যে যাহারে ,
উদ্ধার করিবে গুরু অবশ্য তাহারে ।
সাগরের মত আছে জগৎ সংসার ,
তার কৃপা বিনা কেহ তরে না অপার ।
মুক্তি নাহি মিলে কভু না ভজি তাহারে ,
আপনি যে বাঁধা প্রভু এ ভব সংসারে।
Comments & Reviews (0)
No comments yet :(