ফুল ফুটল,অলি জুটলো -
মৌমাছি বনে বনে গন্ধে বিভোল
পুলক বিহ্বল হল - রুপেতে আকুল,
বনে বনে ফুল ফোটে -
তােমারি আশায় ।
সকলে যে তােমারি বন্দনা গায় ।
মাধবী বিভানে বায়ু গন্ধে বিভােল -
দক্ষিন পবন বলে - খােল দ্বার খােল ,
আমরা অবুঝ - সবুজ যত
ছুটি যেন অবিরত ,
নদী বহে কলতানে -
নতুন ছন্দে - গানে
বিরাম নাইকো তার ,
যেন সে পাগলপারা - কতই চঞ্চল ।
কিংশুক কুঙ্কুমে বসিল সেজে -
কৃষ্ণচূড়ার রঙ যেন কিঙ্কিণী বাজে
অলি-মধুপের গুঞ্জন -
যেন শুনি প্রতিক্ষণ
বাজায় ঝাঁঝর যেন - ঝিঝির দল
বসন্তের বাতাসেতে আনন্দে চঞ্চল ।
প্রাণ ভরি পিয়ে মধু -
গুনগুন গুঞ্জরন শুধু- সারা বেলা,
ঘুরছে ফিরছে বনে বনে একেলা,
বসেছে বসন্তে আজ প্রাণের উৎসব
মাতােয়ারা সকলেই মহা কলরব
কোকিলের কুহুতানে -
মাতিল ভুবন -
দক্ষিণা বায়ু বহে ধরণীতে যেন মহাউৎসব ।
ফুলের সৌরভ আর রূপের গৌরব,
সুরভিত - মুকুলিত বসন্ত উৎসব,
বসন্ত যে দোলা দেয়
সকলের প্রাণে -
মৃদুমন্দ বায়ু বয়
রঙ ঢালি চঞ্চল - উদাস মনে ।
ফুল বলে -"আমি নিত্য ফুটি তার তরে"
সূর্য উঠি বলে - "ঢালিব প্রখর দীপ্তি স্বর্ণ করে"
আলােয় আলােয় আমি ভরিবাে ভুবন ,
জ্যোতির্ময়ে উদ্ভাসিত হয় প্রাণমন,
ঘুচাব তমসা আজি -
বিস্তারিত করুনার তেজ রাজি
কলুষমুক্ত করি , আপন তেজে ভরি যে ভুবন।
ফুল ফল সকলই তো দান বিধাতার -
করুনার বারিধার ঢালে অনিবার
আমরা তো তুচ্ছ প্রাণ
এই বিপুল বসুধার,
দয়াল তুমি শুভবুদ্ধি - দাও মুক্তি
জয় গান যে তোমার,
মুক্তি দাও, শক্তি দাও এ প্রার্থনা সবাকার।।
Comments & Reviews (0)
No comments yet :(