Poem

অপরাধ

3 years ago

0

কাটছিল বেশ ছোট্ট জীবন

হাসি-- খুশি খেলায়

অবসরের দিন যে এলো

পড়ন্ত বিকেল বেলায়।

কোথায় গেল দিনগুলাে সব

বসে ভাবি জীবন ভেলায়।


একে একে কর্ম - সাথী সকল বন্ধু

হারাই জীবন সাগর দোলায় ।


আজ যেন রাম গুরুড়ের ছানা

হাসতে মোদের মানা


সকাল বিকেল খুঁজে বেড়াই

স্বজন - বন্ধু সবাই বলে না -না ।

কর্ম শেষে সবাই কী ওই

কাটায় বিকেল বেলা?

সন্ধা বেলা বাজবে ঘন্টা

সাঙ্গ হবে জীবন খেলা ?


কর্ম তরে যুবাগন

ঐ ছুটছে সারা বেলা ,

একটা রুটীর আশায় যেন ,

খেলছে সবাই জুয়া খেলা ।

উচ্চ শিক্ষা নিয়ে সবাই

নামছে কোমর বেঁধে,

নেমে দেখে অথই সাগর ,

চোখ যাচ্ছে ধেঁ - ধেঁ ।


সকল বাপ - মায়ের ঐ

আশার প্রদীপ জ্বলছে ধিকি ধিকি ,

করবে কী আর ? লড়ছে সবাই

দেখছে শুধু আলাের বিকিমিকি ।

জ্ঞানচক্ষু খুলল যখন

নামল অথৈ জলে,

অভিভাবক ভাবছে বসে

এত শিক্ষা দিলাম কী কু-ক্ষণে ।


মাথার উপর ছাদ নেই কো

সরকার খেলছে রঙের খেলা -

রঙ্গ দেখে আর বাঁচি নাকো

ঘনায় জীবন সন্ধ্যা বেলা ।

চোর - পুলিশের চলছে খেলা

সারা জগৎময়

দিচ্ছে পাড়ি দেশ বিদেশে

গােটা বিশ্ব জাল জালিয়াতময়


যত দোষ ঐ নন্দ ঘােষের

মাসী - পিসি সবার ,

বোঝ ঠালা, করবে কী আর -

জীবনে সব দরকার ।

এখন সন্ধ্যে বেলা নাম ভজ আর

ডাক শুধুই তারে ---

ক্ষম প্রভু অপরাধ মাের

কাতর কণ্ঠে ডাকি যে তোমারে ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(