Poem

সাধ

3 years ago

0

একটি - দুটি পাতার ফাঁকে

        দিচেছ উকি মন্থরে --

        প্রকৃতির ঐ যন্তরে ,

আমরা অবুঝ , আমরা সবুজ

         বুঝব কী তার অন্তরে

শুধুই দেখি , শুধুই ভাবি

         পুরবে কি সাধ কী করে ।

কেবল ভাবা , কেবল দেখা

        লাভ কিছু নাই গােল করে ,

ভাবছে সে জন , ভাবার যে জন

       অলক্ষেতে বিরাজ করে ,

সুযােগ শুধুই সন্ধি করে

        মহাযােগের দিন ধরে ,

আমরা কেবল কলুর বলদ

        মিছে ভাবনা কার অন্তরে ।

দাদা ভাই - র কোলাকুলি

        এ যে বড়ই কঠিন যােগ

দিন বদলের সাথে সাথে

        এসে গেছে এ দুর্যোগ

সহােদর - সহােদরা ধুকছে

         শুধু সারাক্ষন

আমরা , ভাবি কী হল আজ --

         মধুর মিলন কিছুক্ষণ ।

আজ অবসাদ, আজ যে বিষাদ

       সবই কী ওই দিনের ফল,

নিন্দে ছাড়া নেই কী কর্ম

     শুধুই খুঁজি যে যার কল ।

গেঁড়া কলের দিন এসেছে -

     বুঝলে বোকারাম,

ঠকায় শুধু, নাই কো বুদ্ধি

     আছে সে বেশ আরাম ।

ডুবছ দেখো ঋন সায়রে

      ডাকছ প্রভু রক্ষা কর,

ধর্মাধর্ম নাইকো তোমার

      শুধু মারছ পকেট কার।

তোমার মরন ডাকছ তুমি

      অলক্ষেতে যে সবার

আসছে শমন করবে দমন

     কেঁদে কুল পাবে না আর।

বুড়ী মায়ের বুড়ো ছেলে

      জপছে মন্ত্র বিধাতার ,

সবই এলে জানবে সবাই

      জপছে মন্ত্র অনির্বার

রক্ত তেজে বীর বেশে যে

     যাচ্ছ তুমি একলা জনার্দন,

ভাববে তুমি সেই কথাটি

     সময় এলে অনু

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(