চারদিকেতে লুটেরাদের মেলা বসেছে ,
কাদছে ওরা , হাসছে কারা -
বিষম ঝড়ের আশে ,
দিন ফুরালে সবাই যে ফাঁক-
ফাঁকা বৃন্দাবন ।
কোথায় গেল- কোথায় গেল
সে কালাে কইয়ের ঝাঁক,
“ আজ যে মােরা কাদছি শুধু
হাসছি ক’জন আর -
ঘােলা জলে মাছ ধরাটা
শুধু যাদের কারবার
সর্বনাশের বীজ বুনেছি
খেলতে গিয়ে পাশা -
মিটবে কী আর কোনদিনও
মনের গোপন আশা ।
মাকড়শ যে জাল পাতে
আর কাক যে বাধে বাসা ,
কোকিল ভায়া চালাক অতি
পূরণ করে গােপন আশা । ,
এমনি করে চলছে খেলা
সারা জগৎময় ,
বুঝতে কী আর বাকী থাকে
সবাই যে চুপ রয় ।
Comments & Reviews (0)
No comments yet :(