Poem

তরণীসেন

3 years ago

0

আদেশিলা যবে মোরে লঙ্কার ঈশ্বর 

রক্ষিতে দেশের মান, শিরোধার্য করি 

প্রবেশিয়া অস্ত্রাগারে, তুলি ধনুঃশর

প্রাণ মায়া তুচ্ছ করি, শমনে না ডরি 

প্রবেশিনু রণস্থলে, দেশ-জাতি তরে 

ত্যজিব পরান, তবু না মানিব অরি 

দর্প রণ হুহুংকার, স্বদেশ মাঝারে 

জগতে বিদিত রবে পুত্র পিতৃবৈরি 

সনে করিয়া সখ্যতা, সমর প্রান্তরে 

দিয়াছিল আত্মবলিদান, রাবনারি 

সাথে যুঝেছিল কুল-মান রক্ষীবারে ।

জন্মিয়া কর্ব্বুরকূলে সহিতে না পারি 

হেন অপমান, কাঁদিবে জননী ঘরে 

তবু দাশরথি রাম দেশ-জাতি বৈরী ।।

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(